Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুধার আক্রমণ করোনার চেয়েও ভয়ংকর: রিজভী


১০ এপ্রিল ২০২০ ১৩:৫৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৫:০৭

ঢাকা: ক্ষুধার আক্রমণ করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তরের সময় তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘দেশে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষ এখন কর্মহীন। চাল-ডাল যোগার করতে তারা যদি সামাজিক দূরত্বের দেয়াল ভেঙে বেরিয়ে আসে, তাহলে সংক্রমণ প্রতিরোধ অসম্ভব হয়ে পড়বে। কারণ ক্ষুধার আক্রমণ করোনার চেয়েও ভয়ংকর। তাই রাষ্ট্রের পক্ষ থেকে ওইসকল জনগোষ্ঠীর জন্য আপদকালীন সহযোগিতাই পারে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে। এ লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপি বেশকিছু প্রস্তাবনা জাতির সামনে পেশ করেছে।’

দেশবাসী এখন বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের ভয়ে ভীত এবং মারাত্মক সংকটের মধ্যে রয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘টেস্টের আওতায় আসা মানুষের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার হার প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে। ঢাকাসহ সারাদেশের ২০ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে। এই সংকট মোকাবিলায় আমাদের জাতীয় ঐক্য দরকার।’

তিনি আরও বলেন, ‘সরকারের অবহেলার কারণেই স্বাস্থ্যখাতে চরম সংকট বিরাজ করছে। এই সংকটের মধ্যেও অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিবেদিতভাবে কাজ করছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। যার যার অবস্থানে থেকে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

আয়োজকদের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনাদের ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমান প্রবাসে। ইতোমধ্যেই করোনা মহামারি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে তিনি নির্দেশ দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে হটলাইনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিতে শুরু করেছে।’

এসময় উপস্থিত ছিলেন- ডক্টরস এসোসিশেয়ন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্, প্রকৌশলী মাহবুব, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. আব্দুল করিম, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্তকর্তা শায়রুল কবির খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের ডা. রাকিবুল ইসলাম আকাশ, আতিকুর রহমান রিমন, হলি ফ্যামিলি হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. এনামুলসহ অন্যরা।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। দরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, করোনা সংক্রান্ত বিষয়ে হটলাইনে পরামর্শ, প্রাথমিক জরুরি স্বাস্থ্যসেবা, রোগের ধরন বুঝে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ফোনে সংযুক্ত করে দেওয়া, সমস্যা জেনে টেলিফোনেই রোগিকে প্রেসক্রিপশন দেওয়া, মূল্য পরিশোধ সাপেক্ষে রোগীর চাহিদা অনুযায়ী বাসায় ঔষধ পৌঁছে দেওয়ার মতো জনহিতৈষীমূলক কাজ করছে সংগঠন দু’টি।

এছাড়া দেশের প্রায় সব বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরতদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

করোনাভাইরাস ক্ষুধা জিয়াউর রহমান ফাউন্ডেশন টপ নিউজ ড্যাব বিএনপি ভয়ংকর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর