Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটিতে আসা কাতার প্রবাসী তরুণের লাশ উদ্ধার


১০ এপ্রিল ২০২০ ১০:২৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১০:৪৪

প্রতীকী ছবি

সিলেট: সিলেট শহরতলীর হায়দরপুরে ফাহিম আহমদ নামের এক প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহে কুপিয়ে হত্যা করার লক্ষণ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়ে থাকতে পারে কুয়েত প্রবাসী ফাহিমকে।

স্থানীয়রা জানান, ফাহিম আহমদ থাকতেন কাতারে। মাস তিনেক আগে ছুটিতে দেশে আসেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ফাহিমের রক্তাক্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা স্থানীয় জালালাবাদ থানার খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন, ধারণা করছি, পূর্বশত্রুতার জের ধরে ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে। পুলিশ খুনের ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

কুপিয়ে হত্যা কুয়েত প্রবাসী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর