শেরপুরে আরও ২ কোভিড-১৯ রোগী শনাক্ত, ২০ বাড়ি লকডাউন
১০ এপ্রিল ২০২০ ২২:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৪:২০
শেরপুর: শেরপুরে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছেন। তাদের দু’জনের বাড়ি ও তার আশপাশের ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো চার জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন এ কে এম আনোয়ারুর রউফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে শনাক্ত হওয়া দু’জনের মধ্যে রয়েছে শ্রীবরদী পৌরসভার এক কিশোর, আরেকজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অ্যাম্বুলেন্সচালক। ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক, রোগী ও কর্মচারীদের কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন এ কে এম আনোয়ারুর রউফ জানান, করোনা উপসর্গ থাকা ৩০ জনের নমুনা সংগ্রহ করে বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার রিপোর্টে তাদের দু’জন পজিটিভ ধরা পড়েছেন। তাদের নিজ নিজ উপজেলায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।