Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আর নেই


৯ এপ্রিল ২০২০ ২৩:৫০

ঢাকা: প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ মারা গেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের মেয়ে ।

‘৫২’র ভাষা আন্দোলনের এ সংগ্রামী মৃত্যুকালে এক ছেলে (হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ), এক মেয়ে (ডা. রাইনা আহমেদ), জামাতা ব্যারিস্টার আনাতুল ফাতেহ এবং তিনজন নাতি-নাতনি রেখে গেছেন।

ড. সুফিয়া আহমেদ ভাষা সৈনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর