করোনায় প্রাণ গেল গার্মেন্টস মালিকের
৯ এপ্রিল ২০২০ ২৩:২৬ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ২৩:২৮
ঢাকা: তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান প্রিন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তাসলিম আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি ফয়সাল সামাদ এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন। বিজিএমইএ সভাপতি রুবানা হকও গণমাধ্যমকর্মীদের তাসলিম আক্তারের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তাসলিম আক্তারের দাফন সম্পন্ন হবে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু গার্মেন্টস মালিক টপ নিউজ তাসলিম আক্তার প্রিন্স গার্মেন্টস