পুলিশের জন্য ২ হাজার পিপিই দিলো এস আলম গ্রুপ
৯ এপ্রিল ২০২০ ২১:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ২১:৪৯
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য দুই হাজার পাবলিক প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘এস আলম’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত সচিব আকিজ উদ্দিন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে পিপিইগুলো তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের পুলিশ সদস্যরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের ব্যক্তিগত সুরক্ষা দেবে এই পিপিইগুলো। এস আলম গ্রুপ সংকটে ও প্রয়োজনে পুলিশের পাশে দাঁড়নোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এসময় অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) আমির জাফর এবং এস আলম গ্রুপের কর্মকতা আশীষ কুমার নাথ ছিলেন।
এস আলম গ্রুপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পিপিই পিপিই হস্তান্তর সিএমপি