Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ বেতন, আনুষঙ্গিক সুবিধা বহাল


৯ এপ্রিল ২০২০ ২১:৩৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ২১:৪৩

ঢাকা: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তা সত্ত্বেও সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ বেতন ছাড়াও বিনামূল্যে চিকিৎসা ও খাবার সুবিধা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকদের ভয় পাওয়ার কারণ নেই।

বার্তায় আরও বলা হয়, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনানের টেলিফোনে আলাপ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিফোন আলাপে সিঙ্গাপুরের মন্ত্রী বলেছেন, সিঙ্গাপুরে ‘সার্কিটব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। তাছাড়া সব শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে এক হাজার ৪৮১ জন করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। সেখানে প্রথম আক্রান্ত পাঁচ জনের মধ্যে চার জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

নির্মাণ শ্রমিক পূর্ণ বেতন বাংলাদেশি শ্রমিক বেতন অব্যাহত সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর