Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা


৯ এপ্রিল ২০২০ ১৯:২৬

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় এক বৃদ্ধা ভিক্ষুককে (৬০) ধর্ষণের দায়ে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বৃদ্ধা নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ওই বৃদ্ধাকে চিকিৎসকের সহায়তায় পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বুধবার দুপুরে বৃদ্ধা ভিক্ষুককে একই গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) তার বাড়ীতে প্রবেশ করে ধর্ষণ করে। বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় মামলা করেছেন। মামলা নম্বর-৩। তারিখ ০৯/০৪/২০২০।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মা বলেন, ‘রাতের আঁধারে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকদের পরামর্শে গ্রাম্য শালিসে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে। তারপরও কেনো মামলা হলো বুঝলাম না।’

ধর্ষণের মামলা বৃদ্ধাকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর