Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ৩ স্থানে বসবে সাড়ে ৪ হাজার বেডের আইসোলেশন সেন্টার


৯ এপ্রিল ২০২০ ১৮:৪০ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ১৮:৪৬

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়লে পরিস্থিতি মোকাবিলায় তিনটি আইসোলেশন সেন্টার স্থাপনের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই তিনটি আইসোলেশন সেন্টারে মোট চার হাজার ৬০০ বেড থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে নিজ বাসা থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে অন্তত দুই হাজার বেডের একটি আইসোলেশন সেন্টার বসানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষে কাজ শুরু হয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, মহাখালী এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট আছে। সেখানে ১৪শ বেডের আইসোলেশন সেন্টার স্থাপন করা সম্ভব। সেটি প্রক্রিয়াধীন। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে চারটি ভবন ঠিক করে রাখা ছিল। সেখানে আরও ১২শ বেডের আইসোলেশন সেন্টার স্থাপন করা হবে।

আইসিইউ ও ভেন্টিলেটর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, একটি আইসিইউ ইউনিটে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেশে সাড়ে পাঁচশর বেশি ভেন্টিলেটর আছে। আরও ৩৮০ ভেন্টিলেটর নিয়ে আসা হচ্ছে।

অধিদফতরের বুলেটিনে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুহিত খান জানান, তাদের অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ৬৯টি হাসপাতাল সব ধরনের স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে তাদের যেকোনো হাসপাতাল সরকার চাইলে করোনার জন্য ডেডিকেটেড করা হবে।

অনলাইনে আরও যুক্ত হয়েছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুলেটিনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা ও আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রে মোট এক হাজার ২৫৭টি আইসিইউ ইউনিট রয়েছে। এর মধ্যে সরকারি ৫২০টি, বেসরকারি ৭৩৭টি। এগুলোর মধ্যে ঢাকায় আইসিইউ রয়েছে ৯২৬টি, ঢাকার বাইরে ৩৪১টি। এসব আইসিইউয়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০-১৫০টি আইসিইউ। তবে করোনার প্রকোপ বাড়লে অন্যান্য আইসিইউ করোনা মোকাবিলায় সংযুক্ত করা যাবে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, দেশে জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে মোট শয্যাসংখ্যা ৫১ হাজার ৩১৬টি, প্রাইভেট হাসপাতালে ৯০ হাজার ৫৮৭টি। এর মধ্য থেকে দেশব্যাপী ৬৬৯৩টি বেড শুধু করোনার জন্য আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে।

আইসোলেশন সেন্টার জাহিদ মালেক টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর