Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণস্বাস্থ্যের ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোটে’ ১৫ মিনিটেই করোনা শনাক্ত


৯ এপ্রিল ২০২০ ১৫:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ১৮:০৮

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ (GR Covid-19 Dot Blot) মাত্র ১৫ মিনিটের মধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ (GR Covid-19 Dot Blot) প্রকল্প’র কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি জিআর কোভিড-১৯ ডট ব্লোটের নমুনা আগামী শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি (CDC) কেও নমুনা হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠান হবে।

অনেক জল্পনা-কল্পনা শেষে গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর কোভিড-১৯ ডট ব্লোটের স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত সেখানে কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পুরো কাজটা শেষ করে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে, মেইল পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছি। এখন উনারা এসে আমাদের স্যাম্পলটা গ্রহণ করলে হয়। আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে।’

বিজ্ঞাপন

১৫ মিনিটেই করোনা শনাক্ত গণস্বাস্থ্য কেন্দ্র জিআর কোভিড-১৯ ডট ব্লোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর