Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার বুড়িচংয়ে ২ শিশু করোনায় আক্রান্ত


৯ এপ্রিল ২০২০ ১৩:২৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ১৬:১৮

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই ছেলেশিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত বছর ও অন্যজনের বয়স চার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান জানান, বুড়িচংয়ের জিয়াপুরের এক পরিবারে ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে দুটি শিশুর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। ওই দুই শিশুকে তার মায়ের হেফাজতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। আর জিয়াপুর গ্রামটি আজ থেকে লকডাউন করা হয়েছে। যদিও মঙ্গলবার থেকেই তাদের দুটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে ওই দুই শিশুর দাদীর মৃত্যু হয়। পরে শিশু দুটি বাবা ও চাচার সঙ্গে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে চলে আসে।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন রোগী ভর্তি রয়েছেনে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান।

আক্রান্ত করোনাভাইরাস কুমিল্লা বুড়িচংয় শিশু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর