টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৫ বাড়ি লকডাউন
৯ এপ্রিল ২০২০ ১২:২৮
টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির বাড়ি শহরের বিশ্বাস বেতকা আমিন বাজার এলাকায়। ঘটনার পর ওই বাড়িসহ আশপাশের মোট ৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি তার অ্যাজমার সমস্যা ছিল। হঠাৎ করে বুধবার বিকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে রেফার করেন কর্ত্যবরত চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্সে উঠানোর সময়ই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, ঘটনার পর ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের মোট ৫টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনা পজিটিভ না কি নেগেটিভ ছিলেন।
করোনাভাইরাসে কেউ মারা গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মোতাবেক যেভাবে দাফন করা হয় মৃত ব্যক্তির বেলায়ও তাই করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।