Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে চলছে লকডাউন, তৎপর প্রশাসন


৯ এপ্রিল ২০২০ ১১:৫৯

নরসিংদী: নরসিংদীতে চলছে লকডাউন। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে পাশের জেলাগুলো থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ এবং বহির্গমন ঠেকাতে এ লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকেইে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। জরুরি খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা ছাড়াও আওতাবর্হিভুত থাকছে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ। এছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধে রয়েছে নিষেধাজ্ঞা।

আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

করোনাভাইরাস নরসিংদী লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর