Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস প্রতিরোধে লাখ কেজি উপকরণ আমদানি


৯ এপ্রিল ২০২০ ০৯:০২

ঢাকা: মহামারি করোনাভাইরাস মোকাবিলায় গত ১৮ দিনে বিভিন্ন দেশ থেকে টেস্ট কিট, করোনাভাইরাস শনাক্তের কিট তৈরির কাঁচামাল, ফেস মাস্ক, গ্লাভসসহ ১ লাখ ৭ হাজার ৬৬৪ কেজি পণ্য সামগ্রী ও কাঁচামাল আমদানি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

এসব পণ্য সামগ্রী ঢাকা কাস্টমস হাউস দিয়ে আমদানি করা হয়েছে। আমদানি করা পণ্যের মূল্য বা কাস্টমস ক্লিয়ারেন্স মূল্য ৬৮ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২৬ টাকা।

জানা গেছে, একমি ইলেকট্রনিক্স লিমিটেড আমদানি করেছে এক কেজি সার্জিক্যাল মাস্ক, আকিজ সিরামিক্স লিমিটেড আমদানি করেছে ২২ কেজি ফেস মাস্ক, অনন্ত অ্যাপারেলস লিমিটেড আমদানি করেছে এক কেজি পিপিই স্যাম্পল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আমদানি করেছে কিছু ল্যাব টেস্টের কাঁচামাল, আল মদিনা ফার্মাসিউটিক্যাল আমদানি করেছে ২৮০ কেজি সার্জিক্যাল মাস্ক, সেনাবাহিনী আমদানি করেছে ২০০ কেজি ফেস্ক মাস্ক, বাংলাদেশ মেডিক্যাল ইন্সট্রুমেন্ট আমদানি করেছে ৭৬ পিস সার্জিক্যাল ইকুইপমেন্ট, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আমদানি করেছে করোনা বিভিন্ন কিট ও টেস্ট কাঁচামাল, বাংলাদেশ পুলিশ আমদানি করেছে ১৮ কেজি প্লাস্টিক অ্যাপ্রোন, বসুন্ধরা গ্রুপ আমদানি করেছে দুই কেজি মাস্ক, বেস্কিমকো ফার্মাসিউটিক্যালস আমদানি করেছে মাস্ক, সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন টেস্ট কাঁচামাল, বসুন্ধরা পেপারমিল আমদানি করেছে এক কেজি মাস্ক, চায়না বাংলা সিরামিক্স আমদানি করেছে তিন কেজি মাস্ক, ঢাকা ওয়াসা ১২১ কেজি ফেস মাস্ক আমদানি করেছে।

এছাড়া আরও আমদানি করেছে, সৌদি দূতাবাস আমদানি করেছে গ্লাভস ২০ কেজি, মাস্ক ১ কেজি, গাজীপুর সিটি করপোরেশন আমদানি করেছে ‍প্রোটেকটিভ ড্রেস ১ হাজার ৬৩৭ কেজি, হ্যান্ড গ্লাভস ৮ কেজি, মেডিক্যাল ক্যাপস ২০ কেজি, ‍প্রোটেকটিভ গ্লাস ২০৩ কেজি, কেএন৯৫ মাস্ক ৬০ কেজি, সার্জিক্যাল মাস্ক ৮৭৬ কেজি, ডিজিটাল টেম্পারেচার মেশিন ১৩০ কেজি, গ্রামীণ শক্তি আমদানি করেছে ২ কেজি মাস্ক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আমদানি করেছে বিভিন্ন মাস্কসহ কাঁচামাল, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল আমদানি করেছে এক কেজি ডিসপোজ্যাল মাস্ক, মধুমতি টাইলস আমদানি করেছে ৫ কেজি মাস্ক, পপুলার ডায়াগনেস্টিক সেন্টার আমদানি করেছে বিভিন্ন কাচাঁমাল, বিভিন্ন কাঁচামাল আমদানি করেছে স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হসপিটাল লিমিটেড বিভিন্ন কাঁচামাল আমদানি করেছে, ওয়ালটন হাইটেক ইন্ডাসট্রিজ লিমিটেড আমদানি করেছে ১১ কেজি মাস্ক এবং ফেস মাস্ক ২৪কেজি, সিঙ্গেল ব্যবহার মাস্ক ১২ কেজি, জিসকা ফার্মাসিউটিক্যালস আমদানি করেছে এক কেজি ফেস মাস্ক। এছাড়া অন্যান্য কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী মাস্ক ও কাঁচামাল আমদানি করেছে।

বিজ্ঞাপন

করোনা কাঁচামাল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর