কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিএনপির চিঠি
৮ এপ্রিল ২০২০ ১৮:২০ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ২১:৩০
ঢাকা: রাজনৈতিক মামলায় কারাগারে থাকা দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। চলমান করোনাভাইরাসের ঝুঁকি থেকে কারাবন্দি নেতাকর্মীদের বাঁচাতে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির।
সারাবাংলাকে শায়রুল কবির বলেন, ‘দলের নেতাকর্মীসহ সব রাজনীতিকের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই চিঠি দেওয়া হয়।’
চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী, সমর্থক রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন অথবা বিচারাধীন অবস্থায় কারাগারে আটক আছেন, তাদের এই করোনা সংকটের মধ্যে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।’
বিএনপির দাবি— প্রায় ৯০ হাজার মামলায় দলের কয়েক লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েক হাজার নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। করোনার এই মহাদুর্যোগের মধ্যে কারাবন্দিদের মুক্তির বিষয়টি সামনে আসায় বিএনপি চায়, তাদের নেতাকর্মীরাও যেন দ্রুত মুক্তি পায়।
এর আগে ২৫ মার্চ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৪০১ ধারায় সাজা স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার।
কারাবন্দি নেতাকর্মী নেতাকর্মীদের মুক্তি বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তির দাবিতে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি