Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা, বাবার দোষ স্বীকার


৮ এপ্রিল ২০২০ ১৮:০৮

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানাধীন একটি বাসা থেকে মা ও দুই সন্তান খুনের অভিযোগের মামলায় বাবা বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন ভূঁইয়া দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান আসামি রাকিব উদ্দিনকে আদালতে হাজির করেন। এরপর আসামি রাকিব উদ্দিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে, গত ৭ এপ্রিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন ভূঁইয়াকে ব্রাক্ষণবাড়িয়া থেকে গ্রেফতার করেন পুলিশ।

গত ১৪ ফেব্রুয়ারী রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে মুন্নী বেগম (৩৭) এবং তার দুই সন্তান ফারহান উদ্দিন (১২) ও ৩ বছর বয়সী লাইভা ভূঁইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, ওইদিন সকাল থেকেই ওই বাড়ির প্রতিবেশীরা বাতাসে ভেসে আসা পচা গন্ধ পাচ্ছিলেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়ত মৃত পশু-পাখি থেকে গন্ধ আসছে। কিন্তু আশেপাশে খুঁজেও সে রকম কিছু পাওয়া যায়নি।

এদিকে নিহত মুন্নীর ভাই সোহেল কয়েকদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ওইদিন সকালে মুন্নীর ভাই তাদের খুঁজতে আসেন দক্ষিণখানের ওই বাসায়। এসে ঘরের দরজা বন্ধ পান। পরে বাড়ির মালিকের সঙ্গে পরামর্শ করে চতুর্থ তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেখতে পান মুন্নী বেগম ও তার মেয়ে লাইভার মরদেহ একটি রুমের বিছানার ওপর পড়ে আছে। আর অন্য একটি কক্ষের মেঝেতে পড়ে আছে ছেলে ফারহান উদ্দিনের মরদেহ। এরপর পুলিশকে খবর দেয়া হলে দক্ষিণখান থানার পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত মুন্নীর ভাই সোহেল বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

খুন বিটিসিএল কর্মকর্তা স্ত্রী ও দুই সন্তানকে খুন স্বামীর দোষ স্বীকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর