Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: মধ্যবিত্তদের জন্য নওফেলের জরুরি সেবা চালু


৮ এপ্রিল ২০২০ ১৮:০৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ‘অভাবে পড়া’ মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তায় জরুরি সেবা চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীতে বসবাসরত মধ্যবিত্ত পরিবারগুলো যাতে কোনো ধরনের সংকটে না পড়ে সেজন্য প্রয়োজনীয় সহায়তার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি সেবা নম্বরে– ০১৩১৮৩২৬০১৬ ফোন করে সংকটের বিষয় জানালে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে সহায়তা গ্রহণকারীর পরিচয় গোপন রাখা হবে। জরুরি সেবা নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বিজ্ঞাপন

জানতে চাইলে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাবাংলাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যবিত্তরা হাত পাততে পারেন না। লোকলজ্জার ভয়ে তারা অভাবের মধ্যে দিন পার করেন। এভাবে যাতে কেউ কোনো সংকটে না পড়েন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তাদের পাশে দাঁড়াতে জরুরি সেবা চালু করা হয়েছে।’

এর আগে সোমবার রাতে উপমন্ত্রী নওফেল নিজের নির্বাচনি এলাকায় বাকলিয়ায় মধ্যরাতে বিভিন্ন বস্তিতে ঘুরে তাদের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।

করোনা নওফেল ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর