Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারফিউ ঘোষণার আহ্বান অলির


৮ এপ্রিল ২০২০ ১৩:২১

ফাইল ছবি

ঢাকা: করোনার ছোবল থেকে বাঁচার জন্য কারফিউ ঘোষণার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। বুধবার (০৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহ্বান জানান।

বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘করোনার থাবা গত ৪ দিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত এক মাসে জনগণকে পরামর্শ দিয়েছি তিন বার। সেটা কারও বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, জনগণ আমার বক্তব্যগুলো পড়েনি বা আমলে নেয় নি। এখন অর্থবৃত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করুন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না।’

সমগ্র জাতির প্রতি বিনীত অনুরোধ জানিয়ে অলি বলেন, ‘সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না।’

‘দুঃখের বিষয় হলো জনগণ এখনও অবাধে চলাচল অব্যাহত রেখেছে— যা করোনাভাইরাস ছড়ানোর জন্য সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। আপনার সামান্য অবহেলা অন্যের মৃত্যুর কারণ হতে পারে। যা একজন মানুষের জন্য কাম্য নয়। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসমাজিক কার্যকালাপ থেকে বিরত থাকুন’— বলেন কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

অলি আহমেদ এলডিপি করোনা করোনাভাইরাস কারফিউ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর