Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমিয়তের আমীর শায়খ আব্দুল মুমিন আর নেই


৮ এপ্রিল ২০২০ ১২:৪৭

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের প্রাচীনতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের আমীর আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান। বাংলাদেশের প্রবীণ এই আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসেন কাসেমী এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ তথা উপমহাদেশে ইসলামী শাসনন্ত্র কায়েমের আন্দোলনে শায়খ আব্দুল মুমিন ছিলেন অগ্রসেনানী। তার মতো এত দ্বীন-এ আলেম এ ভূ-খণ্ডে খুব কম এসেছে। তার এই অসময়ে চলে যাওয়া বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েমের আন্দোলন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো।’

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফোরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জমিয়তের আমীর মৃত্যুবরণ শায়খ আব্দুল মুমিন