প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের অর্থ দেবে শেকৃবি
৮ এপ্রিল ২০২০ ১২:১৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ১২:১৬
ঢাকা: বাংলাদেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) শেকৃবি’র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে খুব শিগগিরই অনুদানের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় শেরেবাংলা নগর, মোহাম্মদপুরসহ আশপাশের কয়েকটি জায়গায় প্রায় তিনশতাধিক অসহায় ও গরীবের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করা হয়েছে।