Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে মৃত্যু মিছিল থামছেই না


৮ এপ্রিল ২০২০ ১০:৫২ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ১১:৫৪

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৭ এপ্রিল) ২৪ ঘণ্টায় এক হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮৫৭ জন। বুধবার (৮ এপ্রিল) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, এপ্রিলের চার তারিখে একদিনে সর্বোচ্চ এক হাজার ৩৪৪ জনের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে মঙ্গলবারের (৭ এপ্রিল) মৃতের সংখ্যা। কর্তৃপক্ষ জানিয়েছে, সকল অঙ্গরাজ্যের মোট হিসাব এসে জড়ো হওয়ার পর মোট মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্বের সর্বোচ্চ নভেল করোনাভাইরাস আক্রান্ত চার লাখ ৫৪০ জন রয়েছেন যুক্তরাষ্ট্রে। নভেল করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এরপর রয়েছে স্পেনের ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এককভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতে যাচ্ছে।

অন্যদিকে, এই মৃত্যুমিছিলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে নিউইয়র্ক। মঙ্গলবার শুধুমাত্র নিউইয়র্কেই ৭৩১ জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কৌমো বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নিউইয়র্ক। ইতোমধ্যেই হসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। নতুন করে আক্রান্ত হওয়া ঠেকাতে নাগরিকদের বাড়ির ভেতরে অবস্থান করে শারীরিক দূরত্বের বিধি মেনে চলা দরকার।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর