Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় করোনা আক্রান্ত, চট্টগ্রামের বাড়ি লকডাউন


৭ এপ্রিল ২০২০ ২০:০৮

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন এক ব্যক্তির চট্টগ্রামের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ওই তিনটি বাড়ি লকডাউন করা হয়।

আরও পড়ুন- ২১-৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত বেশি, ঢাকায় শনাক্ত ২০ জন

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম জানিয়েছেন, করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই রোগী দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি গত ২০ মার্চ চট্টগ্রামের বাড়িতে এসেছিলেন। এজন্য তার নিজের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়ি দু’টি আক্রান্ত ব্যক্তির প্রতিষ্ঠানের কর্মচারীর।

তাদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে জানিয়ে ইউএনও বলেন, প্রয়োজনে তাদের নমুনাও সংগ্রহ করা হবে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ জনের, আক্রান্ত ৪১

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার সংবাদ সম্মেলনে চট্টগ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য দেন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সাতকানিয়ার বাসিন্দা ওই নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সেখানেই তিনি আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকাতেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

চট্টগ্রামের বাড়ি লকডাউন টপ নিউজ ঢাকায় আক্রান্ত তিন বাড়ি লকডাউন লকডাউন সাতকানিয়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর