আইসিইউ’তে অক্সিজেন দেওয়া হচ্ছে বরিস জনসনকে
৭ এপ্রিল ২০২০ ১৭:৫১ | আপডেট: ৭ এপ্রিল ২০২০ ১৮:৫৩
করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদের সদস্য মাইকেল গোভ বিবিসিকে এ খবর জানিয়েছেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের আইসিইউ’তে অক্সিজেন দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। তবে এখনও ভেন্টিলেটর ব্যবহার করা হয়নি।
এর আগে রোববার (৫ এপ্রিল) টানা ১০ দিন করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগে ভুগে হাসপাতালে ভর্তি হন বরিস জনসন। এর একদিন পর সোমবার তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউ’তে স্থানান্তর করা হয় তাকে।
মাইকেল গোভ আরও বলেন, ইংল্যান্ডের সবচেয়ে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন প্রধানমন্ত্রী। তাকে আইসিইউ’তে স্থানান্তর করার একটি প্রধান কারণ হলো চিকিৎসায় তার যা প্রয়োজন তা যেন ডাক্তাররা সহজেই সরবরাহ করতে পারেন।
এদিকে বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার পর গোভ এক টুইট বার্তায় জানান, তার পরিবারের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি নিজেও সেলফ আইসোলেশনে যাচ্ছেন।
এর আগে ২৭ মার্চ বরিস জনসন এক টুইট বার্তায় তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছিলেন, তার শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা গেছে। সেসময় চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে থাকার ঘোষণা দেন তিনি। তবে এর ১০ দিন পর রোববার জ্বরসহ লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয় বরিস জনসনকে। এর একদিন বাদে আইসিইউ’তে যেতে হলো প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিউ’তে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী ডমনিক রাবকে সরকারের প্রয়োজনীয় কাজ দেখভাল করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয় ডাউনিং স্ট্রিট।
আরও পড়ুন- ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউ’তে