করোনা উপসর্গে বিনা চিকিৎসায় নারায়ণগঞ্জে যুবকের মৃত্যু
৭ এপ্রিল ২০২০ ১২:২৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২০ ১৪:১৮
নারায়ণগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসা না মিললেও মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিটি করপোরেশন কর্তৃপক্ষ খায়রুল আলম হিরু নামে ওই যুবকের লাশ দাফনের জন্য পরিবারের কাছ থেকে নিয়ে গেছে।
হিরু সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকার বাসিন্দা ছিলেন। গত ১০ দিন ঠাণ্ডা, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলেও কোথাও চিকিৎসা নিতে পারেননি তিনি।
পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও লকডাউনের অজুহাতে তাতেও বাধা দেয় এলাকাবাসী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা আলী শেখ জানান, মারা যাওয়া হিরুর বাড়ির সবাইকে হোম কোয়ারেনটাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।