Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ঠেকাতে নীলফামারীর একাধিক এলাকা লকডাউন


৬ এপ্রিল ২০২০ ২২:২০

নীলফামারী: দেশে ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনাভাইরাস। এর সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় নীলফামারী শহরের একাধিক পাড়াকে লকডাউন করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, তখন নিজেদের পাড়াকে সুরক্ষিত রাখতে বহিরাগত প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) শহরের জুম্মাপাড়া, শাহিপাড়া, বাবুপাড়া আলমগীরের মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে এরকম তথ্যই জানা গেছে।

বিজ্ঞাপন

কোনো কোনো এলাকায় সচেতন যুবকরা পাড়ার প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে লকডাউনের নোটিশ টাঙিয়ে দিয়েছেন। পাশাপাশি প্রবেশ পথে জীবাণুনাশক রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। একইভাবে পাড়ার কেউ বাইরে গেলেও ফিরে আসার সময় জীবাণুমুক্ত হবেন।

এ বিষয়ে জুম্মাপাড়ার বাসিন্দা শাওন আরেফিন সারাবাংলাকে বলেন, ‘পাড়ায় করোনা ঝুঁকি এড়াতেই সচেতন এলাকাবাসী এ উদ্যোগ নিয়েছেন। এতে করে বহিরাগত মানুষজনের চলাফেরা বন্ধ হয়েছে।’

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এলাকায় বহিরাগতদের প্রবেশে ঠেকাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তবে এটি নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

নীলফামারী লকডাউন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর