চট্টগ্রামে ১৮ জনের নমুনায় মেলেনি করোনাভাইরাস
৬ এপ্রিল ২০২০ ২০:৪৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ২০:৫৫
স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সংগ্রহ করার ১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে কারও শরীরে সংক্রমণ মেলেনি। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে চট্টগ্রামের ১৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিআইটিআইডি থেকে নমুনা পরীক্ষার ফল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এবং সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে বলেন, ‘আজ (সোমবার) ১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় সোমবার এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আগের (রোববার) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়াারা উপজেলার এক যুবকের মৃত্যু হয়। উভয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়।
তাদের নমুনা প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমআই