Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অযথা বাইরে ঘুরলেই দণ্ড, প্রথমদিন জরিমানা ৯০ হাজার টাকা


৬ এপ্রিল ২০২০ ২০:৩২ | আপডেট: ৭ এপ্রিল ২০২০ ০৮:৪২

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বিনা প্রয়োজনে বাইরে কেউ ঘোরাঘুরি করলে তাকে অর্থদণ্ড দিচ্ছেন আদালত। অযথা ঘোরাঘুরির কারণে প্রথমদিন ২৫ জনকে মোট ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘রাজধানীর ফার্মগেট এলাকায় অপ্রয়োজনে প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির অপরাধে ২৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংক্রমণ নিরোধক আইন-২০১৮ অনুযায়ী তাদের এই শাস্তি প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনাসংকট মোকাবিলায় মানুষকে ঘরে থাকার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। কখন কোথায় আদালত বসবে, সেটি আগে থেকে কাউকে জানানো হবে না। রাজধানী বাসীর কেউ অপ্রয়োজনে বাইরে বের হলেই নগদ অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। অপরাধের মাত্রা অনুযায়ী কারও কাছ থেকে ৫ হাজার, আবার কারও কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় করা হয়েছে। সবমিলিয়ে ২৫ জনের কাছ থেকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

করোনাসংকটকালে আর যাতে অপ্রয়োজনে বাইরে বের না হয় সে বিষয়েও তাদের কাউন্সিলিং করা হচ্ছে বলে জানান সরোয়ার আলম।

অযথা অর্থদণ্ড ঘোরাঘুরি টপ নিউজ বাইরে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর