বসুন্ধরা ও ওয়ারীতে ভবন লকডাউন, পাহারায় পুলিশ
৬ এপ্রিল ২০২০ ১৯:৩৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ২৩:৪০
ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের বি-ব্লকের একটি ভবন লকডাউন করেছে পুলিশ। তাদের দাবি, আইইডিসিআর’র নির্দেশনায় ভবনটি লকডাউন করা হয়েছে। সেখান থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওখানকার একটি ভবনে একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ওই নারী কিডনি রোগে ভুগছিলেন। সে কারণে নিয়মিত হাসপাতালে যেতেন। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, হাসপাতাল থেকেই সংক্রমণের ঘটনা ঘটেছে।’
এদিকে রাজধানীর ওয়ারী এলাকায় একটি ভবন লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখার ইসলাম।
তিনি বলেন, ‘যে ভবনটি লকডাউন করা হয়েছে সেখানে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ কারণে আইইডিসিআর নির্দেশনা দিয়েছে ভবনটি আপাতত লকডাউন করতে। এলাকায় পুলিশ পাহারায় রয়েছে। লোকজনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।’
তবে আইইডিসিআর’র সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।