বন্দি শিশুদের মুক্তি দিতে সুপারিশের সিদ্ধান্ত
৬ এপ্রিল ২০২০ ০৯:১২ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১৬:২২
ঢাকা: শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি শিশুদের মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করবে সুপ্রিম কোর্ট শিশু অধিকার কমিটি।
রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের একজন প্রতিনিধির সমন্বয়ে ভিডিও কনফারেন্সে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের জামিন বা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিশুদের জামিন বা মুক্তি নিয়ে প্রধান বিচারপতির কাছে কোনো সুপারিশ করা হয়েছে কি না— জানতে চাইলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো খবর আমার কাছে নেই।
মহামারি করোনায় দেশের সব আদালত বন্ধ রয়েছে। মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার। এ অবস্থায় ঘরে বসেই ভিডিও কনফারেন্সে জরুরি কাজ করছেন দায়িত্বশীলরা।
=
বন্দি শিশুদের মুক্তি ভিডিও কনফারেন্স সুপ্রিম কোর্ট শিশু অধিকার কমিটি