Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালতে ছুটি বাড়লো


৬ এপ্রিল ২০২০ ১৬:১০

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের অধস্তন আদালতগুলোতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর ছুটি বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন। যা সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এরসঙ্গে সংযুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস ( কেভিড-১৯)-এর সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধ করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি তিন দফা বৃদ্ধি করা হয়। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিলো। এরপর গত ১ এপ্রিল দ্বিতীয় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। আজ তৃতীয় দফায় ১৩ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

সারাবাংলা/এজেডকে/এমআই

আদালত করোনা ছুটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর