Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামাজ ঘরে পড়ার নির্দেশ, না মানলে আইনি ব্যবস্থা


৬ এপ্রিল ২০২০ ১৫:০০ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১৭:১৮

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মসজিদে না গিয়ে মুসল্লিদের নামাজ ঘরে পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানানো হছে।

নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন জরুরি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।

এতে আরও বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না। জুমার নামাজের পরিবর্তে বাসায় শুধু জোহরের নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে জরুরি ওই বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনা নিজ নিজ ঘরে করার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে, সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, তাফসীর মাহফিলের আয়োজন করা যাবে না।

আরও বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশ দেওয়া হলো। কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকারি এই আদেশ লঙ্ঘিত হলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে পারবে।

করোনা করোনাভাইরাস টপ নিউজ ধর্ম মন্ত্রণালয় নামাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর