Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধের অনুরোধ বিজিএমইএ’র


৬ এপ্রিল ২০২০ ১৩:০০ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১৩:০৮

ঢাকা: আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার (৬ এপ্রিল) বিজিএমই সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সদস্যদের অনুরোধ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সদস্যভুক্ত পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সদস্যদের প্রতি বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে বিজিএমইএর সব সদস্য প্রতিষ্ঠানকে যতো দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চ মাসের মজুরি প্রদানেরও অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য বিজিএমইএ দফতরে ইতোমধ্যে একটি সেল খোলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কারখানা বন্ধ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর