কোভিড-১৯: একদিনেই ৪ মৃত্যু, শনাক্ত ২৯
৬ এপ্রিল ২০২০ ১২:৪২ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১৮:২৮
ঢাকা: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বাংলাদেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত আরও ২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া একইদিনে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১৭ জনে দাঁড়ালো। নতুন চারজনসহ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৩ জন মারা গেছেন। এটি দেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।
গতকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৮ জন। এছাড়া মৃত্যুর সংখ্যা ছিল ৯ জন।
https://youtu.be/nj57SvrmYC8
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা রোববার জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৪ জনের মধ্যে মৃদু লক্ষণ থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আইইডিসিআর জানান।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কি না এ সব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্যগত বিষয় ছাড়া আমার সঙ্গে কোনো কিছু আলোচনা হয় না। আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না।’
পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটি তো চলতে থাকবে। আগামীতে এমনটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘মানিকগঞ্জে একটি মাদ্রাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারব না।’