Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সন্ধ্যার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ


৬ এপ্রিল ২০২০ ০১:৪২ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১০:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার থেকে পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘দোকানপাট খোলা থাকার সুযোগে সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিগলিতে জনসমাগম হচ্ছে। এতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় কমিশনার স্যার জনস্বার্থ বিবেচনায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত নগরীতে দোকানপাট বন্ধ রাখার আদেশ দিয়েছেন। তবে এ সময় ওষুধের দোকান খোলা থাকবে।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে সাধারণ ছুটি চলছে। শুরুতে চট্টগ্রাম নগরীতে ওষুধ এবং মুদি দোকান ছাড়া হোটেল-রেস্টুরেন্টসহ সব প্রতিষ্ঠানই বন্ধ থাকত। পরে ২৯ মার্চ শর্তসাপেক্ষে নগরীতে খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয় সিএমপি।

চট্টগ্রাম দোকান নির্দেশ বন্‌ধ সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর