মৌলভীবাজারে মারা যাওয়া ব্যক্তির করোনা পজেটিভ ছিল
৬ এপ্রিল ২০২০ ০০:২৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ০০:৩৫
মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। রোববার (৫ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ।
তাওহীদ আহমদ জানান, ঢাকা থেকে টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ ছিল। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।
এর আগে শনিবার (৪ এপ্রিল) রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যান। তিনি মুদি দোকানদার ছিলেন।
সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির সম্প্রতি কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই। এ জন্য ওই এলাকায় মৃদু কমিউনিটি ট্রান্সমিশনের ধারণা করছেন তিনি।
ডা. তাওহীদ আহমদ বলেন, ‘ওই এলাকার কয়েকটি বাড়ির ৬১ জনকে হোম কোয়ারেনটাইন পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাড়িটি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, ওই বাড়িসহ আকুয়া গ্রাম দ্রুতই ‘লকডাউন’ করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।