Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: আক্রান্ত বেশি ঢাকায়, এরপর মাদারীপুর ও নারায়ণগঞ্জ


৬ এপ্রিল ২০২০ ০০:০৬

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি ঢাকায়। এর পর মাদারীপুর ও নারায়ণগঞ্জ। কোভিড-১৯  এখন পর্যন্ত দেশের ১১টি জেলায় ছড়িয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) এক ইনফোগ্রাফিকে বা সচিত্র তথ্য উপস্থাপনা থেকে এই তথ্য পাওয়া যায়।

ইনফোগ্রাফিকে দেখা যায়, রাজধানীতে এখন পর্যন্ত ৫৪ জন করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেছে। মাদারীপুর ও নারায়ণগঞ্জে ১১ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। আর গাইবান্ধায় আক্রান্ত হয়েছেন পাঁচজন।

এছাড়াও দেশের রংপুর, শরীয়তপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

আক্রান্ত করোনাভাইরাস ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর