Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদ পূর্ণ হলে ব্যাংক থেকে সঞ্চয়পত্রের টাকাও তোলা যাবে


৫ এপ্রিল ২০২০ ২২:৫৫

ঢাকা: করনাভাইরাসের কারণে সরকারি সাধারণ ছুটির সময় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতদিন সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময় সঞ্চয়পত্রের টাকা লেনদেনের বিষয়ে কোন নির্দেশনা ছিল না।

রোববার (৫ এপ্রিল) এক প্রজ্ঞাপানের মাধ্যমে মেয়াদ পূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয় সার্টিফিকেট এবং কুপনের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হযয়েছে, বিভিন্ন ব্যাংকিং লেনদেন কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেটের মেয়াদ পূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটির সময় তফসিলি ব্যাংকগুলোতে সীমিত আকারে লেনদেন চালু রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগদ লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অন্যান্য কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল তিনটা পর্যন্ত।

টাকা ব্যাংক সঞ্চয়পত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর