Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় কৃষককে সরাসরি প্রণোদনা দেওয়ার দাবি


৫ এপ্রিল ২০২০ ২২:৩৯

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও সেখানে সরাসরি কৃষকদের জন্য কোনো প্রণোদনা নেই। তাই মৌলিক অর্থনীতি বাঁচাতে এবং তৃণমূল পর্যায়ের মানুষের বেঁচে থাকার জন্য সরাসরি কৃষক পর্যায়ে সরকারি প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।

রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দাবি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এসব দাবি জানান।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, গত ২৬ মার্চ থেকে সরকারি সাধারণ ছুটিতে দেশ কার্যত ‘লকডাউন’ অবস্থায় চলছে যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত কৃষি, তৈরি পোশাকশিল্প এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্সের ওপর। শেষের দু’টির অবস্থা বর্তমানে ভীষণ খারাপ। কৃষিকে নানারকম প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকতে হয়।

বর্তমানে কৃষক তার পণ্য বিপণন করতে পারছে না জানিয়ে বলা হয়েছে, কৃষি উৎপাদিত ফসল (পেঁয়াজ, ভুট্টা, সব প্রকার সবজি, ফল, দুধ, ডিম) এসব পানির দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিভিত্তিক ফার্ম, শিল্প ও ব্যবসা-বাণিজ্য। সামনে বোরো মৌসুমে ধানসহ অন্যান্য কৃষি পণ্যের দাম প্রাপ্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই।

বার্তায় কৃষকদের জন্য ৫টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে- কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়া; গ্রামাঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার ব্যবস্থা নেওয়া; ভূমিহীন-দরিদ্র কৃষকদের পর্যাপ্ত খাদ্য দেওয়া; ইরি-বোরো ফসল কাটার ব্যবস্থা গ্রহণ করা; পেঁয়াজ, ভুট্টা, সবপ্রকার সবজি, ফল ও ধানসহ অন্যান্য ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া।

বিজ্ঞাপন

কৃষক কৃষকদের প্রণোদনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর