সেহেরি-ইফতারের সময়সূচি প্রকাশ
৫ এপ্রিল ২০২০ ২০:১২ | আপডেট: ৫ এপ্রিল ২০২০ ২২:৪০
ঢাকা: আসছে ১৪৪১ হিজরির রমজানে রোজা পালনের জন্য সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ২৫ এপ্রিল পহেলা রমজান ধরে ঢাকা জেলায় প্রথম রোজায় সেহেরির শেষ সময় হবে ভোর ৪টা ৫ মিনিট, ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। একই হিসাবে ৩০ রোজা পূর্ণ হলে ২৪ মে শেষ রোজায় সেহেরির শেষ সময় ভোর ৩টা ৪২ মিনিট, ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট।
রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেহেরি ও ইফতারের ইসলামিক ফাউন্ডেশন এই সময়সূচি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার সেহেরি ও ইফতারের সময়সূচির পার্থক্য এবং ১৪৪১ হিজরির রমজান মাসে ঢাকার সেহেরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো—