Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খর চৈত্রে ‘বন্যা’য় ভেসে গেল রংপুরের ১০ গ্রাম


৫ এপ্রিল ২০২০ ১৮:০১

রংপুর: জেলার তারাগঞ্জে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে গ্রামের রাস্তা-ঘাটসহ প্রায় ৩০ হেক্টর আবাদি জমি।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে যায়। এতে ৩নং অনন্তপুর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, আখিরারপাড়সহ দশটি গ্রাম প্লাবিত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সেচ ক্যানেলের পাড় ভেঙে যাওয়ার পর থেকে পানির তীব্র স্রোতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। বন্যার সময়কার মতো অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। রাস্তাঘাট, ছোট ছোট ব্রিজ ও কালভার্ট পানির তোড়ে ভেঙে যাওয়ারও উপক্রম হয়েছে। পাড়ের ৫০ ফিটের মত অংশ ভেঙে গেছে বলেও জানান তারা।

১০টি গ্রাম তিস্তা ব্যারেজ রংপুর সেচ ক্যানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর