Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে সিএমপি


৫ এপ্রিল ২০২০ ১৬:৫৫

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রথম পর্যায়ে ৩ হাজার শ্রমিকের পরিবারে খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। এতে পুলিশকে সহযোগিতা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পরিবহন শ্রমিকদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

এ সময় সিএমপি কমিশনার বলেন, ‘চট্টগ্রাম মহানগরীসহ সারাদেশেই সাধারণ ছুটির মধ্যে বাস, টেক্সি, টেম্পু, হিউম্যান হলারসহ গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন শত শত পরিবহন শ্রমিক। তারা কিন্তু কেউ ভিক্ষুক নন। প্রত্যেকেই কর্মক্ষম এবং উপার্জনকারী। তারা বেকার হয়ে যাওয়ায় পরিবারগুলোতেও অভাব দেখা দিয়েছে। তারা কখনো রাস্তায় দাঁড়িয়ে হাত পাততে পারবেন না। এই বিবেচনায় আমরা সিএমপির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা তাদের সহায়তা দিচ্ছি, যাতে তারা অনাহারে না থাকে।’

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ সারাবাংলাকে জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতীকীভাবে দু’জন অটোরিকশা চালকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ৩ হাজার পরিবারের জন্য খাদ্যসহায়তার প্যাকেট প্রস্তুত করা হয়েছে। প্রতি প্যাকেটে ১১ কেজি করে খাবার আছে। প্রতি প্যাকেটে আছে- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান।

বিজ্ঞাপন

‘প্রতিদিন রাতে আমরা এসব খাবার শ্রমিকরা বেশি বসবাস করে এমন এলাকায় নিয়ে যাব। আজ (রোববার) নগরীতে সাতটি স্পট আমরা ঠিক করেছি। সেখানে নিরাপদ দূরত্বে খাদ্যের প্যাকেটগুলো রাখা হবে। শ্রমিকরা এসে একটি করে প্যাকেট নিয়ে যাবেন।’

৩ হাজার শ্রমিক বাছাই কিভাবে করা হয়েছে, জানতে চাইলে শহীদুল্লাহ বলেন, ‘প্রত্যেক শ্রমিক সংগঠন থেকে তালিকা নিয়েছি। সেখান থেকে প্রায়োরিটির ভিত্তিতে ৩ হাজার পরিবার বাছাই করেছি। শ্রমিক নেতাদের মতামতও নিয়েছি। ৩ হাজার প্যাকেটের মধ্যে আড়াই হাজার প্যাকেট দিয়েছে এস আলম গ্রুপ। বাকিগুলো আমরাই দিচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুসা ও সাধারণ সম্পাদক অলি আহমদ এবং এস আলম গ্রুপের কর্মকর্তা আকিজ উদ্দিন ছিলেন।

সারাবাংলা/আরডি/এমআই

ঘরে ঘরে খাবার সিএমপি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর