Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে বিরোধী দল


৫ এপ্রিল ২০২০ ১৬:২০ | আপডেট: ৫ এপ্রিল ২০২০ ১৬:২১

ঢাকা: করোনা মোকাবিলায় সরকারের ৭২ হাজার ৭৫০ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (৫ এপ্রিল) এক ভিডিও বার্তায় প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানান তিনি।

জি এম কাদের ভিডিও বার্তায় বলেন, ‘সরকার ঋণ হিসেবে প্রণোদনা দিয়েছেন, এ কারণে এটা ভালো। অল্প সুদে দিয়েছেন, বেসরকারি ব্যাংকগুলো যাতে ঋণ সুবিধা দিতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে, এটাকে সময়োপযোগী মনে করা হচ্ছে।’

বিজ্ঞাপন

দ্রুততম সময়ের মধ্যে নীতিমালা তৈরি করা উচিৎ উল্লেখ করে সংসদের বিরোধী দলের এ উপনেতা বলেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার, এখনো পর্যন্ত নীতিমালা তৈরি করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিশেষ প্রণোদনা প্যাকেজ যখন বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন নানা রকম জটিলতা দেখা দেয়, এটা সুশাসন না থাকলে হয়, বিভিন্ন সময়ে দেখে এসেছি। যেখানে যার যেটা পাওয়া উচিত, তিনি পাচ্ছেন না, আরেকজন পাচ্ছেন, যখন পাওয়া দরকার, তখন পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্বাস করি, এবার এসব বিষয়ে দৃষ্টি দেওয়া হবে। যথাযথভাবে বিতরণ করা হবে, যাতে কাজে লাগে।’

৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

জাপা চেয়ারম্যান বলেন, ‘৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণার শেষে প্রধানমন্ত্রী বলেছেন যে সুযোগ-সুবিধা দিলাম, যাতে অপব্যবহার না হয়। ওনার সেই উদ্বেগের সঙ্গে আমরাও একমত। এ সুযোগ-সুবিধাগুলো যাতে কাজে লাগে, সুষ্ঠুভাবে বিতরণ করা হয়, ব্যবসায়ীরা যাতে স্বস্তিপান, সেদিকে বিশেষভাবে নজর রাখা উচিত।’

বিজ্ঞাপন

জাপা জি এম কাদের প্রণোদনা প্যাকেজ বিরোধী দল বিরোধী দলীয় উপনেতা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর