Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহ থাকবে আরও ২ দিন


৫ এপ্রিল ২০২০ ১৩:৩০

ঢাকা: ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে চৈত্রের তাপপ্রবাহ আরও দুইদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ সময়টাতে দিনের যে কোনো সময় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও তাপমাত্রা বহাল থাকবে তাপপ্রবাহ নিয়ে।

রোববার (৫ এপ্রিল) সকালে সারাবাংলাকে এমন তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ‘আজ ও কাল ঢাকা বিভাগসহ দেশের সবকটি বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তৃতীয়দিন থেকে ক্রমান্বয়ে তাপপ্রবাহের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হবে।’

বিজ্ঞাপন

ড. আবুল কালাম মল্লিক জানান, এ সময়টাতে রাজধানীসহ দেশের সর্বত্রই তাপমাত্রা ৩৬ কিংবা ৩৭ ডিগ্রিতে ওঠানামা করবে। তবে খুলনা অঞ্চলে এ তাপমাত্রা আরেকটু বেশি অনুভূত হবে। এ অঞ্চলে তাপমাত্রা অনুভূত হবে ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত। সেই সঙ্গে আকাশ শুষ্ক থাকবে।

আবহাওয়া চৈত্রমাস তাপপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর