শবে বরাত ও নববর্ষ ঘরে বসে পালনে ফের আহ্বান প্রধানমন্ত্রীর
৫ এপ্রিল ২০২০ ১০:৪৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২০ ১৪:০০
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আসছে শবে বরাত ও বাংলা নববর্ষের যাবতীয় আয়োজন ঘরে থেকেই পালন করতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সবাইকে।
রোববার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব এবং তা মোকাবিলায় আর্থিক প্যাকেজ ঘোষণাসহ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন- শবে বরাতের নামাজ ঘরে পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
প্রধানমন্ত্রীর আশাবাদ জানান, সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কারণে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে। একইসঙ্গে দেশের মানুষ স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব মেনে চলছে করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপক বিস্তারও রোধ করা সম্ভব হবে।
সামনেই শবে বরাতের আয়োজন রয়েছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, সামনে শবে বরাত রয়েছে। এই শবে বরাতেও আপনারা ঘরে বসে দোয়া করুন, যেন মহান আল্লাহ তায়ালা আমাদের বরাত ভালো রাখেনে। আপনারা দোয়া করুন যেন এই মহামারি থেকে বাংলাদেশের জনগণসহ গোটা বিশ্ববাসী মুক্তি পায়।
এর আগে বাংলা নববর্ষের প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা প্রতিবছর মহা উৎসবে বাংলা নববর্ষ পালন করি। কিন্তু এ বছর সেটি করা যাবে না। ঘরে বসে নববর্ষ পালন করুন, ডিজিটাল মাধ্যমে নববর্ষ পালন করুন। মিডিয়াসহ সোস্যাল মিডিয়া যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে নববর্ষ উদযাপন করতে পারেন আপনারা।
আরও পড়ুন- বৈশাখে লোক সমাগম নয়, ডিজিটাল অনুষ্ঠানের নির্দেশ প্রধানমন্ত্রীর
এর আগে গত ৩১ মার্চ জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্স থেকেও প্রধানমন্ত্রী ঘরে বসে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির জনকের ডাকে ৯ মাস যুদ্ধ করে যে জাতি দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধু বলে গেছেন, সেই জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরাও জাতির পিতার অমর বাণী বুকে ধারণ করে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ। আমাদের বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে আল্লাহ তায়ালা করোনাভাইরাস থেকে রক্ষা করুক, এটাই আমরা চাই।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
একটা মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী
করোনায় যা ক্ষতি, যা করণীয় জানালেন প্রধানমন্ত্রী
৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর
শবে বরাত ও নববর্ষ ঘরে বসে পালনে ফের আহ্বান প্রধানমন্ত্রীর
সব শ্রেণির মানুষের জন্য ৪ অর্থনৈতিক পরিকল্পনা প্রধানমন্ত্রীর
ঘরে পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বাংলা নববর্ষ শবে বরাত