শ্বশুরবাড়ি থেকে ফিরে র্যাব সদস্য করোনা আক্রান্ত, পাড়া লকডাউন
৪ এপ্রিল ২০২০ ২২:০৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২০ ২৩:২৩
কক্সবাজার: জেলার টেকনাফের শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে এক র্যাব সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তার সংস্পর্শে আসা টেকনাফের ১৫টি বাড়ি ও দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় বাড়ি ও দোকানগুলো লকডাউন করা হয়।
শনিবার (৪ এপ্রিল) টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, ঢাকায় করোনা শনাক্ত হওয়া র্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফে। গত ২০ মার্চ ঢাকা থেকে ওই র্যাব সদস্য শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর ২৬ মার্চ ঢাকায় ফিরে সে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়। গতকাল ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করলে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।
এরই সূত্র ধরেই শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে ওই র্যাব সদস্যের শ্বশুরবাড়িসহ আশপাশে থাকা বেশ কয়েকটি দোকান ও বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।