Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলের বক্তব্য দিশেহারা রাজনীতিকের অসংলগ্ন প্রলাপ: কাদের


৪ এপ্রিল ২০২০ ২১:৩১

ওবায়দুল কাদের, ফাইল ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য রাখেন তখন জাতি হতাশ হয়। তার বক্তব্য শুনে মনে হয় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে একজন দিশেহারা রাজনীতিকের অসংলগ্ন প্রলাপ ও ব্যর্থতার বেসামাল বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তবের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীগের মতো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীনভাবে বক্তব্য রাখেন তখন জাতি হতাশ হয়।

তিনি আরও বলেন, তার বক্তব্য শুনে মনে হয় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে একজন দিশেহারা রাজনীতিকের অসংলগ্ন প্রলাপ ও ব্যর্থতার বেসামাল বহিঃপ্রকাশ। সারাবিশ্বে সকল মানুষ যখন একযোগে এই সংকট মোকাবিলায় দেশে দেশে এক প্লাটফর্মে দাঁড়িয়েছে তখন অর্বাচীনের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাখা বক্তব্য জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা। তাদের এই বালখিল্যতার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলামরা জনগণ দ্বারা বারে বারে প্রত্যাখাত হয়েছে।

সারাবাংলা/এনআর/এমআই

করোনাভাইরাস কাদের ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর