গ্রাম থেকে পোশাক শ্রমিকরা ঢাকায়, উদ্বিগ্ন মেয়র সাঈদ খোকন
৪ এপ্রিল ২০২০ ২০:১৯
ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেও লাখ লাখ পোশাক শ্রমিক গ্রাম ছেড়ে রাজধানী ঢাকা শহরে প্রবেশ করছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেছেন, এতে শহরে করোনার ঝুঁকি আরও বাড়বে। তাই গার্মেন্টেস বন্ধের বিষয়টি পুনঃবিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ডিএসসিসির নগর ভবনে খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান।
মেয়র বলেন, ‘যেভাবে পোশাক শ্রমিকরা শহরে প্রবেশ করছে। তাতে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক ফোনে আমাদের অবহিত করেছেন। এ পরিপ্রেক্ষিতে এ বিষয়টি পুনঃবিবেচনার জন্য আমি বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ সময় তিনি বলেন, ‘গতকাল থেকে আমাদের হটলাইনে বিভিন্নজনের অনুরোধ আসতে থাকে। আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো এটি। তবে আমরা আজ ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছি।’
উল্লেখ্য, লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন তাদের জন্য হটলাইনে কল করে সহায়তা নেওয়ার ব্যবস্থা করেছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। হটলাইন নম্বর হলো: ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪