Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু খাদ্য আমদানিতে এলসি মার্জিন ৫ শতাংশ


৪ এপ্রিল ২০২০ ২০:০৬

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শিশু খাদ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ এলসি মার্জিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় বাজারে শিশু খাদ্য ঘাটতির আশঙ্কা রোধে এই এলসি মার্জিন নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে মহাব্যবস্থাপক মো. মকবুল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আর্ন্তজাতিক ও স্থানীয় বাজারে শিশু খাদ্যের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলেছে, বিদ্যামান পরিস্থিতিতে, অত্যাবশ্যক পণ্য বিবেচনায় বাজারে শিশু খাদ্যের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় শিশু খাদ্য আমদানির লক্ষে ঋণপত্র স্থাপনের (এলসি) ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমাদনি পণ্য ভাইরাসমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

সারাবাংলা/জিএস/এমআই

এলসি মার্জিন শিশু খাদ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর