কারওয়ান বাজারের নৈশ প্রহরী করোনায় আক্রান্ত
৪ এপ্রিল ২০২০ ১৮:১৭
রংপুর: রাজধানীর কারওয়ানবাজারে সবজি হাটের এক নৈশপ্রহরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি গত রোববার ঢাকা থেকে ট্রাকযোগে রংপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। বগুড়ায় পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে।
এ ঘটনায় রংপুর সদর উপজেলার জানকি ধাপের হাট এলাকার আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি ঢাকার কারওয়ানবাজারে সবজি হাটে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করেন। গত রোববার রাতে তিনি ট্রাকে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বগুড়া পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
সিজিল সার্জন জানান, এ খবর পাওয়ার পর রংপুর থেকে তার স্বজনরা হাসপাতালে ওই রোগীকে দেখতে যান। তাই জানকি ধাপের হাট এলাকার আটটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।