যাত্রীবাহী লঞ্চ হবে আইসোলেশন সেন্টার
৪ এপ্রিল ২০২০ ১৪:২৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২০ ১৭:২৩
ঢাকা: করোনাভাইরাসের চিকিৎসার জন্য যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) ঢাকা সদরঘাটে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে এ ব্যবস্থা খুবই গুরত্বপূর্ণ হবে।’
পরে প্রতিমন্ত্রী সদরঘাটে ঘাট শ্রমিকদেও মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, অভ্যন্তরীণ নৌযান (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, বদিউজ্জামান বাদল এবং শহীদুল ইসলাম ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন।